পৃথিবী থেকে এ পর্যন্ত বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তার কয়েকটির বিবরণ এখানে প্রদান করা হল
ম্যামথ(Mammoth):
পৃথিবীতে এক সময় ম্যামথ নামের এক ধরনের হাতি বাস করতো, যাদের কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল ১৬ ফুট। সাধারণত এদের ওজন ছিল ৬ থেকে ৮ টন, তবে কিছু ম্যামথের ওজন ১২ টন পর্যন্তও হতো। জলবায়ু পরিবর্তন এবং অবাধে শিকার করার ফলে এ প্রাণীটি খ্রিষ্টের জন্মের ১০,০০০ বছর আগে ইউরোপ থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে সাইবেরিয়ার রেঙ্গেল দ্বিপে খ্রিস্টপূর্ব ১,৬০০ অব্দ পর্যন্ত ম্যামথ বেঁচে ছিল। ২০০৫ সালে ইলিনইসের লিনকনের দক্ষিণে ১১ ফুট লম্বা ম্যামথের দাঁত আবিষ্কার হয়েছে। পশমি ম্যামথের পশমগুলো ৩ ফুট লম্বা ছিল।
কুয়াগা (Quagga):
কুয়াগা এক ধরনের জেবরা। এরা এক সময় এ পৃথিবীতে বাস করতো। এদের মাথা ও ঘাড়ে ডোরাকাটা দাগ ছিল, কিন্তু পিঠ এবং পাশে কোনো ডোরা কাটা দাগ ছিল না। এরা দক্ষিণ আফ্রিকার কেইপ প্রদেশে থাকতো। নির্বিচারে শিকারের কারণে ১৮৪০ সালে এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। তবে ‘জুঅলজিক্যার সোসাইটি অব লন্ডন জু’তে ১৮৭০ সাল পর্যন্ত একটি কুয়াগা বেঁচে ছিল। পৃথিবীর বুকে এটাই ছিল সর্বশেষ কুয়াগা।
Admin
AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন