"AHK Global Fiction" এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার প্রাইভেসি সঠিকভাবে সংরক্ষণের জন্য আমরা এই পলিসি আপনাদের সামনে তুলে ধরলাম । আমাদের পলিসি পড়লে আপনারা জানতে পারবেন যে, আমরা ব্লগের ভিজিটরদের পার্সোনাল ইনফরমেশন কিভাবে সংগ্রহ করি এবং তা মূল্যায়ন করি । তাছাড়া আপনারা এই পেজ থেকে আমাদের আরও অন্যান্য পলিসি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন ।
আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করি ?
কেউ যখন আমাদের ব্লগে কমেন্ট, সাবস্ক্রাইব করে কিংবা নাম, ইমেইল এড্রেস ও অন্যান্য বিবরণ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা উক্ত ইনফরমেশনগুলি যথাযথাভাবে আমাদের তথ্য ভাণ্ডারে সংগ্রহ করে রাখি । তাছাড়াও কেউ যখন আমাদের ব্লগের যোগাযোগ ফর্ম এর মাধ্যমে ব্যবাহার করে যোগাযোগ করে তখন আমরা তার নাম ঠিকানা আমাদের তথ্য ভাণ্ডারে সংগ্রহ করে রাখি ।
সংগ্রহীত তথ্য আমরা কিভাবে ব্যবাহার করি ?
- আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা - আপনার প্রদত্ত তথ্য সবার স্বতন্ত্র চাহিদাগুলি সম্পর্কে ধারণা নিয়ে সেই মোতাবেক কাজ করার সহায়তা করে ।
- আমাদের সাইট উন্নত করতে - আপনার নিকট হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ব্লগের ডিজাইন সহ অন্যান্য বিষয়গুলি উন্নত করার চেষ্টা করি ।
- গ্রাহক পরিষেবা উন্নত করার ক্ষেত্রে - আপনার প্রদত্ত তথ্য থেকে গ্রাহক পরিষেবা ও চাহিদাগুলি জেনে আমরা আরও কার্যকর ভূমিকা পালন করি ।
- পর্যায়ক্রমিক ইমেইল পাঠাতে - আপনার প্রদত্ত ইমেইল এড্রেস এর মাধ্যমে নিয়মিত নিউজলেটার পাঠাতে বা প্রশ্নের উত্তর দিতে ব্যবাহার করি ।
আপনার তথ্য কিভাবে নিরাপদ রাখি ?
আমরা আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ, জমা বা আপনার ব্যক্তিগত তথ্য এক্সেস করার সময় তথ্য নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলি বাস্তবায়ন করি । আমরা আপনার তথ্যের নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করি । আমরা সতর্কতার সহিত আপনার তথ্য ক্ষতি, অপব্যবহার, অননুমোদিত এক্সেস, পরিবর্তন ও ধ্বংস থেকে রক্ষা করি । আপনার ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করি না ।
আমরা কি Cookies ব্যবাহার করি ?
European Union (EU) এর নিয়মানুসারে যে কোন ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটরদের তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য Cookies ব্যবাহার করতে হয় । সে জন্য আমরা আপনার তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে Cookies ব্যবাহার করি । Cookies হচ্ছে ছোট ফাইল, যা আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সাইট বা পরিষেবা প্রদানকারীরা স্থানান্তর করে (যদি আপনি অনুমতি দেন) । এই Cookies ব্যবাহার এর ফলে আমরা আমাদের ব্লগের ভিজিটরদের সম্পর্কে সহজে ধারণা নিতে পারি ।
আমরা কি কোন তথ্য প্রকাশ করি ?
আমরা তৃতীয় পক্ষের বা ভিজিটরদের কোন প্রকার তথ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইচ্ছাকৃত ভাবে বিক্রয় বা প্রকাশ করি না । এ ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতন ।
তৃতীয় পক্ষের লিঙ্কস
মাঝে মাঝে আমাদের বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের সাইটে তৃতীয় পক্ষের পণ্য বা পরিষেবা লিংকের মাধ্যমে অফার করি থাকি । তবে এই ক্ষেত্রেও তৃতীয় পক্ষের সাইটগুলি পৃথক ও স্বাধীন গোপনীয়তা নীতিমালা রয়েছে কিনা তা আমরা যাচাই বাছাই করি । তাই আমাদের এই লিঙ্কযুক্ত সামগ্রী ও ক্রিয়াকলাপের জন্য অন্য কোন সাইটের দায় দায়িত্ব নেই । আমাদের সাইটের নীতিনিষ্ঠা রক্ষা করতে ও সাইট সম্পর্কে আপনাদের মতামত প্রদানের জন্য সবসময় স্বাগত জানাই ।
শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের সম্মতি
আমাদের সাইটের পরিষেবাগুলো সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশী বয়সের ব্যক্তিদের কাছে পরিচালিত হয় । কারণ আমাদের ব্লগটি "COPPA" (Children's Online Privacy Protection Act) অনুসারে ১৩ বছরের কম বয়স্কদের ব্যবাহারে অনুমতি প্রদান করে না ।
আমাদের Privacy Policy পরিবর্তন
আমরা আমাদের ব্লগের প্রয়োজনের তাগিদে যে কোন সময় Privacy Policy পরিবর্তন করতে পারি । Privacy Policy পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের এই পেজের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে । এ ক্ষেত্রে আপনি আমাদের পেজটির সাথে থাকলে পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে জানতে পারবেন ।
আমাদের Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত প্রদান
আমরা সবসময় আমাদের ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকি । আমাদের সাইটের Privacy Policy সম্পর্কে আপনার কোন অভিযোগ কিংবা মতামত থাকলে আপনি আমাদের "যোগাযোগ" ফর্ম এর মাধ্যমে জানাতে পারেন । আমরা আপনার মতামত সাধরে গ্রহণ করবো । আপনার পরামর্শ মূল্যায়ন করে আমাদের Privacy Policy এর সংশোধন বা পরিমার্জন করার সর্বদা চেষ্টা করবো ।