AHK Global Fiction
পানির নিচে গুহা থাকাটা আদ্ভুত মনে হলেও ব্যাপারটি সত্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানিপ্লাবিত চমৎকার একটি গুহা আছে, যার নাম ওয়াকুলা গুহা। ওয়াকুলা স্প্রিং নামে একটি ঝরণা আছে। এই ঝরণার উৎস হলো ওয়াকুলা নদী। আসলে এটি নদী নয়, ছোট্ট একটি হ্রদ। এ হ্রদের পানি আসে পৃথিবীর অভ্যন্তর থেকে। বিজ্ঞানীরা বহুদিন পর্যন্ত এ পানির উৎসস্থল আবিষ্কার করতে পারছিলেন না। অবশেষে একদল ভূতাত্ত্বিক ডুবুরি পাঠিয়ে ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে গুহাটির সন্ধান পান। ঝরণার ঠিক তলদেশে রয়েছে গুহাটি। গুহাটি কাত হয়ে নিচের দিকে ২০০ ফুট পর্যন্ত বিস্তৃত। গুহাটি প্রস্থে ৭০ থেকে ১৫০ ফুট এবং এর উচ্চতা কোথাও ৫ ফুট আবার কোথাও কোথাও ১০০ ফুটেরও বেশি। গুহাটির মেঝে বালি, কাদা এবং চুনাপাথরের তৈরি। পানি সরবরাহের উৎস থেকে শুরু করে ওয়াকুলা গুহাটি বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত।