AHK GloBaL FicTioN এর ব্লগ পেইজে আপনাকে স্বাগতম । আপনি নিশ্চই আমাদের ব্লগের প্রতিদিনের একজন সম্মানিত ভিজিটর । আর এজন্যই আপনি আমাদের ব্লগের নিত্যনতুন আর্টিকেলগুলো পড়তে ভালোবাসেন । আর্টিকেল পড়তে পড়তে একসময় নিশ্চই আমাদের ব্লগ বা আমরা যারা এই ব্লগটা পরিচালনা করতেছি তাদের সম্পর্কে জানতে আপনার আগ্রহ বেড়েছে । তাই হয়তো আপনি আমাদের ব্লগের এই পেইজটাতে এসেছেন । আর যদি এসেই থাকেন তাহলে সম্পূর্ণ লিখাটা পড়ে আমাদের সম্পর্কে বিস্তারতি জেনে নিন ।
ভুমিকাঃ বর্তমান যুগ আজ যতটা উন্নতি করেছে তার পিছনে নিঃসন্দেহে প্রযুক্তির অবদান সর্বাধিক । আর প্রযুক্তির এই অগ্রসরতা ঘটাতে গিয়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিস্ময়কর সমস্যার সম্মুখীন হয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না । আমরা শুধু বিজ্ঞানের সফলতাটা ভোগ করতেছি । কিন্তু কিভাবে এই সফলতা আসলো বা এই সফলতা আনতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়ে হয়েছে তা আমরা কখনো চিন্তা করে দেখি নি । তাই আমরা শুরু করেছি সেসব বিজ্ঞানভিত্তিক বিস্ময়কর সমস্যা বা স্থান সম্পর্কে আপনাদের জানাতে যাতে করে আপনারা এবং আমরা সবাই বিজ্ঞানের সুফল ভোগ করার পাশাপাশি জানতে পারি যে, কিভাবে এই সফলতা এসেছে । আর সেইসব বিস্ময়কর তথ্য আপনাদের সামনে তুলে ধরার পরিপ্রেক্ষিতেই আমাদের এই AHK GloBaL FicTioN এর যাত্রা শুরু হয় । আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিজ্ঞানের সব আশ্চর্য স্থান এবং বিস্ময়কর তথ্য তুলে ধরতে । আর আপনারা যারা আমাদের ব্লগের এই লেখা পড়তে পড়তে ক্লান্ত তাদের জন্য আমরা প্রতিষ্ঠা করেছি একটি অফিসিয়াল YouTube চ্যানেল যেখানে আমাদের ব্লগের সকল আর্টিকেলের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে সেগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হয়। ফলে কারও আর্টিকেল পড়তে অসুবিধা হলে সে খুব সহজেই সেই আর্টিকেলের ভিডিও দেখে নিতে পারে । কারণ আর্টিকেলে যা লিখা থাকে তা নিয়েই আমরা ভিডিও তৈরি করি । আর এভাবেই আমাদের এই ব্লগটি একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সহ যাত্রা শুরু করে ।
এডমিনঃ আমাদের এই ব্লগ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সার্বক্ষণিক তদারকি করে আমাদের সম্মানিত এডমিন বা প্রধান নির্বাহী কর্মকর্তা MD AHK. তিনি তার নামের প্রথম অক্ষরগুলো দিয়ে তৈরি করেন এই ব্লগ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি । এছাড়াও তিনি তার নামের প্রথম অক্ষরগুলো দিয়ে আরও বেশ কয়েকটি বিষয়ভিত্তিক ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেন । যেগুলো আপনি বা আপনারা কোন না কোনোভাবে দেখেছেন বা সার্চ ইঞ্জিনে আপনাদের সামনে এসেছে ।
সহকারী কর্মকর্তাঃ আমাদের এই ব্লগটি এবং ইউটিউব চ্যানেলটি এডমিন বা প্রধান নির্বাহী কর্মকর্তা MD AHK ছাড়াও আরও বেশ কয়েকজন সহকারী কর্মকর্তারা তদারকি করেন । যাতে করে আমাদের এই ব্লগটি এবং ইউটিউব চ্যানেলটি আরও সুন্দর ও সফলভাবে সামনে এগিয়ে যেতে পারে । এক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা সবার শীর্ষে থাকবে।
ব্লগের ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমরা ব্লগার বাংলাদেশ ব্লগটাকে ভাল এবং শিক্ষণিয় একটি প্লাটফর্মে নিয়ে যাওয়ার সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তি সম্পর্কিত নিত্য নূতন আর্টিকেল শেয়ার করে ভালো মানের একটা ব্লগিং সাইট তৈরি করাই আমাদের মূখ্য উদ্দেশ্য থাকবে। আমাদের পোষ্ট এর মাধ্যমে কাউকে ভূল তথ্য দেওয়া বা অযথা সময় নষ্ট করানো থেকে আমরা সব সময় বিরত থাকি। আশা করি আপনাদের পরামর্শমূলক আন্তরিক সহযোগিতায় ভবিষ্যতে আমরা ব্লগটাকে ভাল অবস্থানে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ্।
সর্বশেষঃ AHK GloBaL FicTioN একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আমাদের সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করায় আপনাকে অনেক ধন্যবাদ......