মানুষ উন্নতি করতে করতে চাঁদ, মঙ্গল গ্রহ ও মহাকাশে পৌঁছে গেছে । কিন্তু আমাদের চারপাশে এমন কিছু স্থান আছে যেগুলো সম্পর্কে এখনো আমরা পুরোপুরি জানি না । আজও সেগুলো রহস্যময় । যখন আমরা একটা রহস্য উদ্ঘাটন করে ফেলি দেখা যায় আরেকটি রহস্য আমাদের সামনে এসে হাজির হয় । এই পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক স্থান আছে যেগুলো নিজেরাই একটা রহস্য । কিছু কিছু রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন । আবার কিছু কিছু আজও রহস্যই রয়ে গেছে । যদিও এই রহস্যগুলোর সত্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের গবেষণা জারি আছে । আজ আমরা এই পর্বে এমনই তিনটি স্থান সম্পর্কে জানবো যেগুলো প্রাকৃতিক হওয়ার সাথে সাথে রহস্যময় বটে ।
নরকের দরজাঃ

মীর খনি

Nazca Lines:

তো বন্ধুরা এই তিনটি জায়গার মধ্যে কোনটি আপনাকে বেশী অবাক করেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন