Impossible কি ? কিছুই না । সবকিছুই পসিবল । ধীরুভাই আম্বানি কিছুই নেই থেকে সবকিছু বানিয়ে দিয়েছে । একটা পুরো Empire গড়ে তুলেছে । অনেক লোক আছে যাদের কাছে চারআনা ছিলনা । কিন্তু তারা মরার আগে এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে । তারা জানত যে তারা কি চায় । কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে । তো আপনি কেন পারবেন না ? এটা বড় কথা নয় যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন, এটাও কোন বিষয় না যে আপনার পরিবার বড়লোক না গরীব । শুধু একটা জিনিসই জরুরী সেটা হল আপনি আর আপনার নিজের উপরে ভরসা । যে আমি যেকোন কিছু করতে পারি, যে কোন কিছু ।সবকিছুই সম্ভব । যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায় । আমার কাছে কোন পয়সা নেই, ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড নেই, ফেমিলির সাপোর্ট নেই এইসব এক্সকিউজ ।
আমাদের লিমিট আমরা নিজেরাই বানিয়েছি আমাদের মনে । যদি আপনি মেনে নেন যে আমি এটা করতে পারব না তাহলে দুনিয়ার যত বড় মোটিভেটর আসুক না কেন আপনাকে দিয়ে সেই কাজ কোনদিনও করাতে পারবে না । আর যদি মেনে নেন আমি সবকিছুই করতে পারি তাহলে তার মধ্যে থেকে সমস্ত চলে যায় । দুনিয়ার সবথেকে ভয়ানক ব্যক্তির সেই যে টোটালি ফিয়ারলেস হয় । সে সবকিছুই চেষ্টা করে । তার ডিকশনারিতে ফেইলিউর নামে কোন শব্দই নেই । প্রথমে বিশ্বাস করো যে সবকিছু সম্ভব । তারপরে প্ল্যান তৈরি করো যে আমাকে কেমন ভাবে এই কাজটি করতে হবে । দিনের ১৮ ঘন্টা দিয়ে দাও সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য । যদি ফেল করো তাহলে শেখো, পুনরায় চেষ্টা করো, করতে থাকো যতক্ষণ না সাকসেস হও । সবকিছুই পসিবেল । আমি যেকোনো কিছু করতে পারি । এই ভয় নামের বস্তোতুটিকে নিজের মাথা থেকে বের করে দাঁও । তোর সাহস কি করে হয় নিজেকে বলার, যে এটা আমি করতে পারব না । যখন তোর চোখের স্বপ্ন আছে, যখন তোর মনের জোর আছে, তাহলে কেন তুই পারবি না ? যখন তোর জন্ম এই কাজের জন্যই হয়েছে । হাজারটা কারণ দেখাবে এই কাজ করা সম্ভব নয় তাদেরকে দশ হাজার কারণ দেখিয়ে দাও যে এটা আমি করব করে দেখাবো । শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও । এবং দেখো তুমিও একদিন অর্ডিনারি থেকে লিজেন্ড হয়ে যাবে । AHK Global Fiction এর পক্ষ থেকে আমি AHK. তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে । আর আমি জানি তুমি তোমার সপ্নকে একদিন সত্যি করে তুলবেই ।
Admin
AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন