০১. Tasmania's Sea Monster নামে পরিচিত এই প্রাণীর দেহাবশেষ ১৯৬০ সালের আগস্টে পশ্চিম তাসমানিয়ার উপকূলে ভেসে এসেছিলো । যদিও এই দেহাবশেষ নির্ণয় করার মত কোন হাড় বা দেহ কাঠামো পাওয়া যায় নি । তারপরও এটিকে নতুন কোন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বলে মনে করা হয়েছিলো । কিন্তু এটা কি ধরনের প্রাণী তা নিয়ে বিজ্ঞানীদের প্রচেষ্টা ব্যর্থ হয় । সে সময় এই বিচিত্র প্রাণীটিকে নিয়ে অনেক লেখালেখিও হয় । প্রাণীটি সম্পর্কে লেখা হয়েছিলো এমন ...
চোখবিহীন এবং সারা শরীর চুলে আবৃত এই প্রাণীটির মুখের জায়গায় রয়েছে হাতির মতো একটি শুঁড় । ১৯৮১ সাল পর্যন্ত রহস্যই থেকে যায় এটি । পরে গবেষণায় বেরিয়ে আসে এটি একটি তিমির দেহাবশেষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী ।
০২। নিউনেসি নামে পরিচিত আরেকটি প্রাণীর দেহাবশেষ পাওয়া যায় ১৯৭৭ সালে । নিউজিল্যান্ডের ক্রাইস চার্চের পূর্ব উপকুল দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে এটি । একটি জাপানি মাছ ধরার ট্রলার এটি আবিস্কার করে । মাছ ধরার জালটি উপরে তুলার পর জেলেরা দেখতে পায় অদ্ভুত কিছু একটা উঠে এসেছে । প্রায় পচে যাওয়া দেহটি ছিল ৩৩ ফুট লম্বা আর ছিল চারটি বিশাল আকৃতির পাখনা । ট্রলারের মাছের কথা চিন্তা করে ক্যাপ্টেন মৃতদেহটি সাগরে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেন । কিন্তু ট্রলারের কিছু লোকেরা বুদ্ধি করে কিছু ছবি তুলে রাখে প্রাণীটির । সেই সাথে দেহাবশেষের কিছু নমুনা । অনেক বিজ্ঞানী এটিকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রেসিওসরের দেহাবশেষ বলে ধারণা করেন । যদিও অনেক সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ এটিকে একটা বিশাল আকৃতির হাঙ্গরের দেহাবশেষ বলে মনে করেন । তবে আজ পর্যন্ত এটি রহস্যই রয়ে গেছে ।
০৩। উনবিংশ শতাব্দীর শুরুতে একটা প্রাণীর মৃতদেহ খুঁজে পাওয়ার খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো । ১৮৯৬ সালে একজন শিশু এটি আবিস্কার করে । বালির নিচ থেকে পুরো শরীর খুঁড়ে তোলার পর লোকজন বুঝতে পারে কত বিশাল আকৃতির মৃতদেহ এটি । মৃতদেহটির আনুমানিক ওজন ধরা হয়েছিলো অন্তত ৫ টন । আর টেণটাবলগুলো ছিল প্রায় ৭২ ফুট লম্বা ।
০৪। ২০১৩ সালে স্পেনের একটি সামুদ্রিক উপকূলে একটি নতুন ধরনের প্রাণীর মৃতদেহ পাওয়া যায় যা জীববিজ্ঞানী সহ সকলকে ভাবনায় ফেলে দেয় । এটি দেখতে ছিল অনেকটা বিশাল আকৃতির সামুদ্রিক সাপের মত । কিন্তু মাথার দুপাশে শিং এর মত কিছু একটা এটিকে প্রাগৈতিহাসিক কোন জন্তুর কথা মনে করিয়ে দেয় । অনেকেই এটিকে হাঙ্গরের কঙ্কাল বলে মনে করেছেন । আবার কেউ বলেছেন এটি একটি বিশাল আকৃতির বোল মাছ ।
০৫। ২০১৩ সালে পারস্য উপসাগরে টহল দেওয়ার সময় একটি ইরানী জাহাজ অস্বাভাবিক কিছু একটা দেখতে পায় । কিংভুত ধরনের মৃতদেহটি একটি জলকুপের পাশে ভাসছিল । পরিচিত কোন প্রাণীর সাথে এটির কোন মিল খুঁজে পান নি জাহাজের নাবিকরা । এখন পর্যন্ত এই অদ্ভুত ধরনের প্রাণীটি আসলে কি তা নিয়ে নতুন নতুন ধারণা নিয়ে আসছেন লোকজন । জীববিজ্ঞানীরা এটিকে তিমির দেহাবশেষ বলছেন । কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি ডাইনোসরের মতো দেখতে প্রাগৈতিহাসিক কোন প্রাণীর মৃতদেহ ।
Admin
AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন