প্রকৃতির নানা বিচিত্র সৃষ্টি মানুষকে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত করে। আর বিশ্বজুড়ে এমন কিছু জায়গা রয়েছে যা শুধু অদ্ভুতই নয়, যা দেখে মনে হতে পারে এগুলো আমাদের পৃথিবীরই সৃষ্টি নয়। এসব জায়গা শুধু মানুষকে বিস্মিত বা অভিভূতই করে না, বিজ্ঞানীদেরও রীতিমতো তাক লাগিয়ে দেয়। AHK GloBal FicTion এর আজকের পর্বে আপনাদের জানাবো, বৈজ্ঞানিকভাবে অসম্ভব কিন্তু বাস্তবে রয়েছে যে পাঁচটি জায়গা।
মোভাইল গোহা

দ্যি ডাবল ট্রি অব কাসর্জা

কালাচির ঘুমন্ত শহর

চির বজ্রপাতের দেশ

শয়তানের কেটলীঃ

অনেকের ধারনা এই পানি কোনো এক পাতাল নদীতে পড়েছে। কিন্তু এইই পাতাল নদীটি কোথায় গিয়ে শেষ হয়েছে তা এখনো বের করা সম্ভব হয় নি। বিজ্ঞানীরা নানাভাবে চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই তাদেরকে নিরাশ হতে হয়েছে।

AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
osadaron
উত্তরমুছুন