হ্যালো বন্ধুরা, চন্দ্রগ্রহণ কখন হয় ? যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে । এরকম একটি চন্দ্রগ্রহণ ৩১ শে জানুয়ারি ২০১৮ সালে হয়েছিলো । কিন্তু এটা অন্যান্য গ্রহের তুলনায় অনেক স্পেশাল ছিল । কারন অনেক বছর পর এরকম গ্রহন হয়েছে যেখানে চাঁদকে সম্পূর্ণ লাল এবং নীল দেখাচ্ছিল । আমি জানি চাঁদের নীল হয়ে যাওয়ার ব্যাপারটা অনেকেই উপলব্দি করতে পারেন নি বা জানেনই না । AHK Global Fiction এর আজকের পর্বে আপনাদের জানাবো ৩১ শে জানুয়ারি ২০১৮ সালের সেই চন্দ্রগ্রহণে চাঁদের সম্পূর্ণ লাল বর্ণ ধারন করার আসল রহস্য।
প্রথমে আমাদের জানা উচিত কি কারনে আমরা চাঁদকে ৩১ শে জানুয়ারি ২০১৮ সালে সম্পূর্ণ লাল দেখেছি । এর প্রধান কারন হল এটা ছিল চন্দ্রগ্রহণ । কিন্তু এইরকম চন্দ্রগ্রহণ অনেকদিন পরেই হয়েছে । যে কারনেই আমরা চাঁদকে সম্পূর্ণ লাল রঙের দেখেছি । অর্থাৎ আমাদের মূল তথ্য হিসেবে যেটি জানতে হবে সেটি হল এই চন্দ্রগ্রহণে চাঁদ কেন সম্পূর্ণ লাল হয়েছিলো ।
চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীতে পৌছায় । এবং পৃথিবীর ছায়া সূর্যের বিপরীত দিকে পড়ে । এই ছায়াটিকে আবার দুটি অংশে বিভক্ত করা যায় । একটি হল বড় অংশের ছায়া যাকে Penumbra বলে ।
আর এই PENUMBRA অংশটিতে পৃথিবীর নীলাভ ছায়াটা পড়ে থাকে । আর ছোট অংশের ছায়াটি যাকে UMBRA বলা হয় সেখানে পৃথিবীতে আসা সূর্যের আলোর প্রতিফলন হয় । আর ৩১ শে জানুয়ারিতে সম্পূর্ণ চাঁদ পৃথিবীর ছায়াতে প্রবেশ করে । এবং বহুবছর পর পৃথিবী, সূর্য এবং চাঁদ একটি সোজা লাইনে অবস্থান করে । ফলে পৃথিবীর বড় অংশের ছায়াতে বা PENUMBRA তে যখন চাঁদ পৌছায় তখন সেটাকে নীলাভ দেখাচ্ছিল । কিন্তু সেই নীলাভ অংশ আমরা কেউ দেখতে পারি নি । কারন তা খালি চোখে দেখা অনেকটাই অসম্ভব । কিন্তু টেলিস্কোপে চাঁদের সেই নীলাভ অংশটিকে দেখা গেছে ।
যা এই চিত্রে আপনারা দেখতেছেন । এই নীলাভ চাঁদকে আমরা সম্পূর্ণ দেখতে পারতাম যদি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে কোন ধূলিকণা না থাকতো । কিন্তু আমরা লাল চাঁদটিকে দেখতে পাওয়ার সহজ কারন হল আমাদের চাঁদ অনেক বছর পর পৃথিবীর UMBRA অংশটিতে পৌঁছে গিয়েছিল । যে কারনে সম্পূর্ণ চাঁদটিকে লাল দেখাচ্ছিল । আর এটাই ছিল ৩১ শে জানুয়ারি ২০১৮ সালের চাঁদের ঘটনা ।
Admin
AHK Global Fiction
একটি বিজ্ঞানভিত্তিক বাংলা ব্লগ বা ওয়েবসাইট। এটি সাম্প্রতিক সময়েই যাত্রা শুরু করে । এটি এই ব্লগের সমস্ত কনটেন্টগুলোকে মানুষের সহজবোধগম্য করার জন্য একটি YouTube চ্যানেল প্রতিষ্ঠা করে । আমাদের এই ব্লগের সমস্ত কনটেন্ট যদি আপনার পড়তে ভালো না লাগে তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যান আর সেখান থেকে ভিডিও দেখে আসুন । আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ ...
Follow her @ YouTube | Facebook | Twitter
super article
উত্তরমুছুনkhub sundor
উত্তরমুছুন